Skip to main content

Onno Keu | অন্য কেউ by Shironamhin | শিরোনামহীন

Onno Keu | অন্য কেউ by Shironamhin | শিরোনামহীন


আমি না অন্য কেউ নিয়ে যায় তোমায়
যেখানে অবিরত ভেঙে পড়ে সময়
আমি না অন্য কেউ নীরবে বাঁচে
রক্ত সিদুঁর আঁকে যেথা নব আশা
আমি না অন্য কেউ নিয়ে যায়
আমার কন্ঠ হতে প্রতিবাদ প্রলয়
তুমি না অন্য কেউ মোর শয্যাতে
জেগে দেখি পূব কোণে তমসা ক্ষয়
তুমি না অন্য কেউ ফিরে আসে
আর ডেকে তোলে বৃত্তবন্দী মন
সঙ্গী তুমি সোনালী ভোরের
অজানা কোন আলো
আলোয় ভরা আনন্দলোকে
নিঃস্ব প্রাতে চলো
তবু জেগে উঠো বেঁচে উঠো
গেয়ে উঠো আমার এ গান
তুমি না অন্য কেউ শিয়রে কাঁদে
অধরা ছায়া শূন্য মাঝে ভেঙে পড়ে
তুমি না অন্য কেউ মেলে দেয়
ভোরের আকাশে সোনালী ডানা চিল
যাবে কি তুমি মোর সাথে
আকাশ উর্ধ্বে ঐ নীল মাঝে
অন্ধ বিশ্ব খোঁজে তোমাকে
যাবে কি তুমি মোর সাথে (২)
যাবে কি তুমি মোর সাথে
যাবে কি….
কন্ঠঃ ফারহান
অ্যালবামঃ ইচ্ছেঘুড়ি

Comments

Popular posts from this blog

খেলা শেষ

Khela Sesh bengali song lyrics from Highway. Khela Sesh lyrics from bengali movie Highway (2014). Khela Sesh , Arijit Singh lyrics. Khela Sesh Full Song | Highway | Parambrata | Koel | Gaurav | Anupam Roy | 2014 Song : Khela Sesh Movie : Highway (2014) Singer : Arijit Singh Music Composer : Anupam Roy Lyrics by : Anupam Roy গান : খেলা শেষ ছবি : হাইওয়ে (২০১৪) গায়ক : অরিজিৎ সিং সঙ্গীত আয়োজক : অনুপম রায় কথা : অনুপম রায় ==English Font== Khela sesh Koto chithi lekha fire elo naa Ei besh Ek i poth diye fera holo na Khela sesh Koto chithi lekha fire elo naa Ei besh Ek i poth diye fera holo na Ghum shesh Dure futechhilo alo tumi valobaso bole Dheu nei srot nei goti nei Thele gele khoti nei Konthe akuti nei Aguner taape rod pore peeth Thonte hasi tene jei Tumi ghure takate Haate rakha ache purono kobita Chobita soralei khela shesh Othoba dupashe jhore geche koto Din chuti hoye gele khela shesh Khela shesh Swad nei shuye achi kotokal E duchokhe nesha nei R

বাংলাদেশের জাতীয় সংগীত - আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর

Sada ..by tahsan feat minar

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী অপেক্ষা সুদূর বর্ষনের, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহবান।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।। তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।