Skip to main content

Posts

Showing posts from June, 2015

খেলা শেষ

Khela Sesh bengali song lyrics from Highway. Khela Sesh lyrics from bengali movie Highway (2014). Khela Sesh , Arijit Singh lyrics. Khela Sesh Full Song | Highway | Parambrata | Koel | Gaurav | Anupam Roy | 2014 Song : Khela Sesh Movie : Highway (2014) Singer : Arijit Singh Music Composer : Anupam Roy Lyrics by : Anupam Roy গান : খেলা শেষ ছবি : হাইওয়ে (২০১৪) গায়ক : অরিজিৎ সিং সঙ্গীত আয়োজক : অনুপম রায় কথা : অনুপম রায় ==English Font== Khela sesh Koto chithi lekha fire elo naa Ei besh Ek i poth diye fera holo na Khela sesh Koto chithi lekha fire elo naa Ei besh Ek i poth diye fera holo na Ghum shesh Dure futechhilo alo tumi valobaso bole Dheu nei srot nei goti nei Thele gele khoti nei Konthe akuti nei Aguner taape rod pore peeth Thonte hasi tene jei Tumi ghure takate Haate rakha ache purono kobita Chobita soralei khela shesh Othoba dupashe jhore geche koto Din chuti hoye gele khela shesh Khela shesh Swad nei shuye achi kotokal E duchokhe nesha nei R

আমি আছি (Arjhit singh)

Ami Achi song lyrics from Khad (2014) Bengali : The song is sung by Arijit Singh, composed by Indraadip Dasgupta with lyrics penned by Srijato. Singer: Arijit Singh Music Director: Indraadip Dasgupta Lyrics Writer: Srijato Starring: Rudronil, Tanusree, Mimi Tridha Music Label : Shree Venkatesh Films Aami achhi gotokale Aami achhi aagamiteo Jemon ekhon ami achhi Aami achhi tumi aangul Chunye dekho, Aami achhi Oooo batasher jonoye Hoyto oronye Gachher shorire paatay Paatay aami achhi Hoyto aashaar mashe Norom haather paashe Ekla chatay aami achhi Aami achhi aagamiteo Jemon ekhon ami achhi Somoyer mon nei Tobu mon kemon kore Nijeke ochena laage Somudro snaaner pore Oooo abar sokal hole Boso tumi roder chhaayay Jaanei taao thake Asole ki kichu bodlaay Aami achhi tumi aangul Chunye dekho, Aami achhi

piya bina by arjhit

Lyrics from bengali movie Golpo Holeo Shotti (2014). Piya Bina | Golpo Holeo Shotti | Soham | Mimi | Birsa Dasgupta | 2014 | Lyrics. Lyrics of bengali song Piya Bina by Arijit Singh from bengali movie Golpo Holeo Shotti starring Soham & Mimi Song : Piya Bina Movie : Golpo Holeo Shotti (2014) Singer : Arijit Singh Music Composer : Indraadip Dasgupta Lyrics by : Prasen Vocals : Male Only গান : পিয়া বিনা ছবি : গল্প হলেও সত্যি গায়ক : অরিজিৎ সিং সঙ্গীত আয়োজক : ইন্দ্রদীপ দাশগুপ্ত কথা : প্রসেন কন্ঠ : শুধু পুরুষ ==English Font== Piya bina jaage na re Na re jiya lage na Piya bina jiya lage na... Ami hobo raat ar tui hobi chaand Jochonay ghor amader Tui hole rod ami, ramdhonu hoi Chilo se sohor amader... Vule jetam kolahol, bujhe nitam sob i bol Chilo rojer cholachol amader Ami hobo raat ar tui hobi chaand Jochonay ghor amader Janbi na tui, koshto aamar Bolche haowa, ovimaani... Manbi na tui, bolle hajaar Golpo kotha ajke jaani Dekha paowa holo na aamar Tui

piya bina by arjhit

Lyrics from bengali movie Golpo Holeo Shotti (2014). Piya Bina | Golpo Holeo Shotti | Soham | Mimi | Birsa Dasgupta | 2014 | Lyrics. Lyrics of bengali song Piya Bina by Arijit Singh from bengali movie Golpo Holeo Shotti starring Soham & Mimi Song : Piya Bina Movie : Golpo Holeo Shotti (2014) Singer : Arijit Singh Music Composer : Indraadip Dasgupta Lyrics by : Prasen Vocals : Male Only গান : পিয়া বিনা ছবি : গল্প হলেও সত্যি গায়ক : অরিজিৎ সিং সঙ্গীত আয়োজক : ইন্দ্রদীপ দাশগুপ্ত কথা : প্রসেন কন্ঠ : শুধু পুরুষ ==English Font== Piya bina jaage na re Na re jiya lage na Piya bina jiya lage na... Ami hobo raat ar tui hobi chaand Jochonay ghor amader Tui hole rod ami, ramdhonu hoi Chilo se sohor amader... Vule jetam kolahol, bujhe nitam sob i bol Chilo rojer cholachol amader Ami hobo raat ar tui hobi chaand Jochonay ghor amader Janbi na tui, koshto aamar Bolche haowa, ovimaani... Manbi na tui, bolle hajaar Golpo kotha ajke jaani Dekha paowa holo na aamar Tui

Eka Ekela mon by arjhit sing

Movie : Chirodini Tumi Je Amar 2 Singer : Arijit Singh Music Composer : Jeet Gannguli Lyrics by : Prasen Vocals : Male Only গান : একা একলা মন ছবি : চিরদিনই তুমি যে আমার ২ গায়ক : অরিজিৎ সিং সঙ্গীত আয়োজক : জিৎ গাঙ্গুলী কথা : প্রসেন কন্ঠ : শুধু পুরুষ ==English Font== Eka Ekla Mon, chineche mon kemon Chineche mon kemon, Kineche mon kemon Eka Ekla Mon, chineche mon kemon Chineche mon kemon, Kineche mon kemon Vabna tomar i, ghireche amay, keno okaron Anmona mon kemon, monmora mon kemon Eka Ekla Mon..... Chhaya pele tomar, chnuye gechi tomay Tumi hete gele... Vengechure ami, bose achi dekho Tumi asbe bole Hooo... Chhaya pele tomar, chnuye gechi tomay Tumi hete gele... Vengechure ami, bose achi dekho Tumi asbe bole Hmmm.... Mukher adole, koto ki je bole, harale ekhon Anmona mon kemon Monmora mon kemon Eka Ekela Mon..... Kichu asha baki, valobasa baki Aro koto ki je Fire eso kache, kotha jome ache Hajar brishti vije Ooo..... Kichu asha baki, valobasa baki A

এসোনা - ashona arjhit singh

Aashona song lyrics from Borbaad. Aashona bengali song lyrics from Raj Chakraborty's upcoming movie Borbaad. Aashona Arijit Singh & Prashmit Paul song lyrics. Aashona Full Song | Raj Chakraborty | Bonny | Ritika | Releases On 15th August | 2014 Song : Aashona Movie : Borbaad (2014) Singer : Arijit Singh & Prashmita Paul Music Composer : Arindom Lyrics by : Prasen Vocals : Male & Female Duet Only গান : আসোনা ছবি : বর্বাদ (২০১৪) গায়ক : অরিজিৎ সিং এবং প্রস্মিতা পাল সঙ্গীত আয়োজক : অরিন্দম কথা : প্রসেন কন্ঠ : পুরুষ এবং মহিলা ডুয়েট ==English Font== [Arijit Singh's part starts] Bolchi tomar dibyi gele Ami boro shanto chele Dekhchi tomay sujog pele Shune bujhi bishom khele Bolchi tomar dibyi gile Ami boro shanto chele Dekhchi tomay sujog pele Shune bujhi bishom khele Pore gechi ishq e te Achi boro risk e te Khalipili miss kore jay ektu jodi mishto se Ragaragi kom kore Monta norom kore SMS e holeo jodi bolto aamay se Aashona keno bashona V

parbo na (Arjhit singh)

শিল্পি:আরিজিত সিং &প্রশমিতা পাল ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এলোমেলো মন টা কে কি করে কে আর রাখে কেন আমি এত করে তোকে চাই... পারব না আমি ছাড়তে তোকে পারব না আমি ভুলতে তোকে পারব না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা না রাজি একবার..। ভাল্লাগে চাইলে তুই আড়চোখে চাইছি তোর ঐ দুচোখ আর তোকে এলোমেলো দিস করে সারাটা দুপুর ধরে বসে বসে উড়ে চলি কল্পনায় পারব না আমি ছাড়তে তোকে পারব না আমি ভুলতে তোকে পারব না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা না রাজি একবার। দেখা দিয়ে তুই চলে চলে যাস কি কারনে বল এত কিছু চাস আমিও কি চেয়ে বসি তোর কাছে সাধাসিধে মন করে কি আপন কি কারনে বল এত উচাটন আমিও কি পেয়ে বসি তোর কাছে কথা চাওয়ার কথা রাখার আমায় ডাকার, পারব না আমি ছাড়তে তোকে পারব না আমি ভুলতে তোকে। পারব না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা না রাজি একবার।।

Amar shonar moyna pakhi

আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইড়া রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি ।। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আঁখি দিবানিশি মন চায়রে বাইন্ধা তরে রাখি রে আমার সোনার ময়না পাখি ।। দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকী শত ফুলের বাসন দিয়ারে অঙে দিছি মাখি রে আমার সোনার ময়না পাখি ।। যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আঁখি এ জীবন যাবার কালে রে ও পাখি রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি ।।

Joy bangla bole age baro

আবারো ভোর, আবারো অপেক্ষা। আবারো জেগে ওঠো, এখনই সময়। আমার সোনার বাংলাদেশ, এগিয়েই যাবে। আবারো ঝাঁপ দিবে এই মন, নির্ভয়। জানে এই পৃথিবী, স্বাধীনতার ছবি। আঁকা আমাদেরই হাতে। দেখেছে এই দেশ, নতুনের বেশ। শত আলো ভরা রাতে। "তাই গর্জে ওঠো আবারো।। পেছনে ফেলে সামনে বাড়ো।। জয় বাংলা বলে আগে বাড়ো।। সময়ের লাগাম ধরে সামনে বাড়ো।।" আমার দেশের মাটির মানুষ, পলিমাটির মন। অনেক আশার পথচেয়ে আছে, সারাটা জীবন। দেবনা নিভতে ওদের আশার আলো। বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো। "শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি- প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী। বাংলাদেশ আমার বাংলাদেশ" "সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।' "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা" "জয় বাংলা বাংলার জয়"(৪

Sada ..by tahsan feat minar

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী অপেক্ষা সুদূর বর্ষনের, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহবান।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।। তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

Ke ake onno chobi| কে আঁকে অন্য ছবি lyrics

মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি (২) কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা এত চেনা তবু যেনো লাগে অচেনা (২) মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি মাঝে মাঝে আকাশে চেয়ে উদাসী হয়ে থাক বুঝিনা যে তখন তুমি কার কথা যে ভাব কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা এত চেনা তবু যেনো লাগে অচেনা (২) মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি মাঝে মাঝে কথার ফাঁকে হঠাৎ তুমি থেমে যাও বুঝিনাত যে কথাটি আড়াল করে যে যাও কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা এত চেনা তবু যেনো লাগে অচেনা (২) মাঝে মাঝে… মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি…

Megher Pore | মেঘের পরে lyrics by Tahsan

বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে মেঘের পরে আলোর ভীড়ে তুমি প্রথম চেয়েছিলে বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছো যে কত মায়া-প্রেম বুঝতে দাও নি কোন আমাকে সাজিয়েছো যা হৃদয়ে ছাঁয়া হয়ে ছিলে পাশে বল কি করে যাবো তোমায় রেখে…

Hothat Eshechile | হঠাৎ এসেছিলে lyrics by Tahsan

হঠাৎ এসেছিলে চোখের আলোতে হারিয়ে ফেলেছি এক ঝলকে তবুও তুমি ছিলে চোখের কোণে আগলে রেখেছি বড় যতনে ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে ভালবাসা তো হয়না মনের বিপরীতে। এটাই কি প্রণয়ের অনুভূতি তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি হঠাৎ তোমার ছায়ায় আহ্বান তাই ভুলে গেছি যা পিছুটান ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে ভালবাসা তো হয়না মনের বিপরীতে। মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন তোমায় ঘিরে যে কত বেদনা এসো না তুমি আঁধার ভুলে আলোতে জড়িয়ে নিবো মায়ার চাদরে ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে ভালবাসা তো হয়না মনের বিপরীতে…

Kotodur | কতদূর lyrics by Tahsan

ঐ দূরের আকাশ আজ রঙিন হল বদলে যাওয়ার নিয়মে, তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি উড়তে থাকা মিছিলে, আর দেখছি তোমায় দু’চোখ জুড়ে বন্দী তোমার মায়াতে কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া…তোমাকে । ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া চোখ মেলে তাকিয়ে, ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা তোমায় জুড়ে হারিয়ে, কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া…তোমাকে। অনেক অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া আঁধার কোথায় পালিয়ে, মনের গহীন দ্বারে সময় কড়া নাড়ে… আছো তুমি পাশে…

Keno hothath tumi ele | কেনো হঠাৎ তুমি এলে lyrics

বড়ো অবেলায় পেলাম তোমায়, কেনো এখনই যাবে হারিয়ে? কি করে বল রবো একেলা? ফিরে দেখো আছি দাড়িয়ে, দাড়িয়ে… কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। শুনছো কি তুমি আমাকে? ছিলে আমার হয়ে পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়? এ পথচলায় তোমাকেই চাই(২) কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। তোমাকে ভেবে পৃথিবী আমার, অদেখা তবু এঁকে যাই আমার ভেতর শুধু তুমি আরতো কিছুই পায়নি ঠাই(২) কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

MEGHER PORE ALOR VIRE | মেঘের পরে আলোর ভীড়ে LYRICS BY TAHSAN

বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে মেঘের পরে আলোর ভীড়ে তুমি প্রথম চেয়েছিলে বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত মায়া-প্রেম বুঝতে দাও নি কোন আমাকে সাজিয়েছ যা হৃদয়ে ছাঁয়া হয়ে ছিলে পাশে বল কি করে যাব তোমায় রেখে..

MEGHER PORE ALOR VIRE | মেঘের পরে আলোর ভীড়ে LYRICS BY TAHSAN

বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে মেঘের পরে আলোর ভীড়ে তুমি প্রথম চেয়েছিলে বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত মায়া-প্রেম বুঝতে দাও নি কোন আমাকে সাজিয়েছ যা হৃদয়ে ছাঁয়া হয়ে ছিলে পাশে বল কি করে যাব তোমায় রেখে..

BONDHON | বন্ধন LYRICS BY TAHSAN

বন্ধন সেতো হয়না পুরনো, সম্পর্কগুলোর বয়স হয়না কোন চাওয়া পাওয়াগুলো যায়না হারিয়ে, অনুভূতি সেতো যায় না হারিয়ে এক পা দুই পা করে পথ চলা, নন্দিত পৃথিবীর পথ ধরে। কিছু কিছু প্রিয়মুখ কিছু হাসি নিয়ে আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে মুহুর্তগুলো চোখ মেলে থাকে চেনা কন্ঠের সেই চেনা ডাকে, সবটুকু চেতনা কান পেতে থাকে প্রতি মুহুর্তে তাই আজ স্বপ্ন সাজাই ভালোবাসার স্পর্শ খুঁজে যাই। অদৃশ্য সূতোয় বাধা পড়ে, প্রতিমুহুর্তে তাই স্বপ্ন সাজাই আর ভালোবাসার সংজ্ঞা খুঁজে যাই…