Skip to main content

Posts

Dhiki Dhiki Agun Jole | ধিকি ধিকি আগুন জ্বলে (lyrics |লিরিক্স) by Miles | মাইলস

Dhiki Dhiki Agun Jole | ধিকি ধিকি আগুন জ্বলে (lyrics |লিরিক্স) by Miles | মাইলস ধিকি ধিকি আগুন জ্বলে দুঃখের নদী বইয়া চলে (২) ও… ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই এখন তোরে কোথায় পাই উথাল-পাথাল বুকের মাঝে কইরাছি কি ভুল তাইতো এ মনটা ব্যাকুল (২) ধিকি ধিকি আগুন জ্বলে দুঃখের নদী বইয়া চলে ও… তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই এ কথা কেমনে বুঝাই কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা তাই মনে সুখ পাইলামনা (২) ধিকি ধিকি আগুন জ্বলে দুঃখের নদী বইয়া চলে (২) ও…
Recent posts

Vul Jonmo | ভুল জন্ম lyrics / লিরিক্স by Artcell | আর্টসেল

Vul Jonmo | ভুল জন্ম lyrics / লিরিক্স by Artcell | আর্টসেল আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো জীবন ভুল না হতে পারে হয়তো সময় ভুল ছিলো সময়ের ভুলে জীবনমঞ্চে অভিনয় করছি আমি নষ্ট হচ্ছে স্বকীয়তা ক্রমশ নষ্ট হচ্ছি আমি। আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো জীবন ভুল না হতে পারে হয়তো সময় ভুল ছিলো সময়ের ভুলে জীবনমঞ্চে অভিনয় করছি আমি নষ্ট হচ্ছে স্বকীয়তা ক্রমশ নষ্ট হচ্ছি আমি। তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ প্রতিবাদ কোনো দুর্বোধ্য ভাষা সবাই যখন আদিম উল্লাসে মত্ত ভুল জন্ম তোমাকে জানাই বিদায়… স্বপ্নমঞ্চে মেলানো যায়না জীবন অলীক স্বপ্নে বদলায়না বাস্তবতা সময় বদলায় বদলায় এ জীবন ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব… ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার আমার দ্বৈতসত্তা করছে আজ অস্বীকার সময় তাকিয়ে দেখো, পরিবর্তন বাস্তবতার। চোখের কোণে লেগে থাকা স্মৃতি ঘুমের মতো তীব্র ভালোবাসা আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা ভুলজন্মে আমার অসাড়তা।

Oporanho | অপরাহ্ন lyrics / লিরিক্স by Icons | আইকন্স

Oporanho | অপরাহ্ন lyrics / লিরিক্স by Icons | আইকন্স এই মনে আজো পড়ে থাকি আমি অনন্ত ডুবে যাই হতাশায় তুমি রয়ে যাও স্বর্গদ্বারে আমার অপেক্ষায়… শূন্য চোখে তোমায় দেখা এখনো এখানে দাঁড়িয়ে একা বহুদিন পরে তুমি ভুলে গেছো আমার স্বত্তা… কতবার ভেবে গেছি আমি পৃথিবী ভালোবেসে যায় তুমি ভালো থাকো ঘুমের ভেতর আমায় আড়াল করে ভেঙ্গে পড়ে আকাশের নীল কারুকাজ অন্তরে… পথের গন্তব্য কি জানতে চেয়েছি একা একা আলোর পথে হাটা আমার শব্দহীন পৃথিবীর একটু জীবন চাই… কতবার ভেবে গেছি আমি পৃথিবী ভালোবেসে যাই তুমি ভালো থাকো ঘুমের ভেতর আমায় আড়াল করে ভেঙ্গে পড়ে আকাশের নীল কারুকাজ অন্তরে…

Onno Keu | অন্য কেউ by Shironamhin | শিরোনামহীন

Onno Keu | অন্য কেউ by Shironamhin | শিরোনামহীন আমি না অন্য কেউ নিয়ে যায় তোমায় যেখানে অবিরত ভেঙে পড়ে সময় আমি না অন্য কেউ নীরবে বাঁচে রক্ত সিদুঁর আঁকে যেথা নব আশা আমি না অন্য কেউ নিয়ে যায় আমার কন্ঠ হতে প্রতিবাদ প্রলয় তুমি না অন্য কেউ মোর শয্যাতে জেগে দেখি পূব কোণে তমসা ক্ষয় তুমি না অন্য কেউ ফিরে আসে আর ডেকে তোলে বৃত্তবন্দী মন সঙ্গী তুমি সোনালী ভোরের অজানা কোন আলো আলোয় ভরা আনন্দলোকে নিঃস্ব প্রাতে চলো তবু জেগে উঠো বেঁচে উঠো গেয়ে উঠো আমার এ গান তুমি না অন্য কেউ শিয়রে কাঁদে অধরা ছায়া শূন্য মাঝে ভেঙে পড়ে তুমি না অন্য কেউ মেলে দেয় ভোরের আকাশে সোনালী ডানা চিল যাবে কি তুমি মোর সাথে আকাশ উর্ধ্বে ঐ নীল মাঝে অন্ধ বিশ্ব খোঁজে তোমাকে যাবে কি তুমি মোর সাথে (২) যাবে কি তুমি মোর সাথে যাবে কি…. কন্ঠঃ ফারহান অ্যালবামঃ ইচ্ছেঘুড়ি

বাংলাদেশের জাতীয় সংগীত - আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর

Arijit Singh Lyrics "Naina" (from "Dangal" soundtrack)

Jhootha jag rain basera Saancha dard mera Mrig-trishna sa moh piya Naata mera tera Naina.. jo saanjhe khwab dekhte the Naina.. bichad ke aaj ro diye hain yun Naina.. jo milke raat jaagte the Naina.. sehar mein palken meechte hain yun Juda huye kadam Jinhone li thi ye kasam Milke chalenge hardum Ab baant'te hain ye gham Bheege naina.. jo khidkhiyon se jhankte the Naina.. ghutan mein band ho gaye hai yun Saans hairaan hai Mann pareshaan hai Ho rahi si kyun ruaansa ye meri jaan hai Kyun nirasha se hai Aas haari huyi Kyun sawaalon ka utha sa Dil mein toofaan hai Naina.. thhe aasmaan ke sitaare Naina.. grahan mein aaj toot'te hain yun Naina.. kabhi jo dhoop senkte thhe Naina.. thehar ke chhaaon dhoondhte hain yun Juda huye kadam Jinhone li thi ye kasam Milke chalenge hardum Ab baant'te hain ye gham Bheege naina.. jo sanjhe khwab dekhte the Naina.. bichhad ke aaj ro diye hain yun

James | Prince Mahmud | Bangladesh (বাংলাদেশ) Piano

শিরোনামঃ বাংলাদেশ কন্ঠঃ জেমস কথাঃ প্রিন্স মাহমুদ সুরঃ প্রিন্স মাহমুদ অ্যালবামঃ পিয়ানো তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি, তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড় শহীদুল্লাহ কায়সার, মুনীর